একনেক সভায় ৮,৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সদস্যরা

অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভায় ৮,৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—‘তথ্য আপা’ প্রকল্প, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন, বিদ্যুৎ বিতরণ উন্নয়ন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, খুলনা পানি সরবরাহ, সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ এবং সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।