আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ২০১৬-২০২২ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে তার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। দুতার্তের সাবেক মুখপাত্র গ্রেপ্তারকে বেআইনি বলে নিন্দা জানিয়েছেন।