দুর্গাপূজা উপলক্ষে ঢাকার মন্দিরগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দেবী দুর্গা, গণেশ, কার্তিকসহ বিভিন্ন প্রতিমা সূক্ষ্মভাবে তৈরি করছেন তারা। তবে সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমার খরচ বাড়লেও পারিশ্রমিক তেমন বাড়েনি। দৈনিক ১৪–১৫ ঘণ্টা পরিশ্রমের পরও মজুরি সীমিত। মৃৎশিল্পীরা বলেন, পুজোর সময় ব্যস্ততা বেড়ে যায়, বাকি সময়ে জীবিকা নির্বাহে তেমন কাজ থাকে না।