ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

news of bangla

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে দুই ঘণ্টা অবস্থান শেষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শিক্ষার্থীরা জানান, দ্রুত বিচার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এছাড়া, ধর্ষণবিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপও চালু করেছে তারা।