ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড়ে চিকিৎসকদের অবরোধ

news of bangla

বেতন বাড়ানোর দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন। রোববার দুপুরে শুরু হওয়া এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আন্দোলনকারী সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না হওয়ায় তারা আবার কর্মবিরতিতে নেমেছেন।