দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় আটক

দিনাজপুর সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে ধরে নিচ্ছে

দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত থেকে শুক্রবার দুপুরে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। কৃষক মাসুদ ও এনামুল ধান কাটার সময় সীমান্ত পিলার ৩২০-এর কাছে থেকে ধরে নেয় বিএসএফ। গ্রামবাসীরা আটক করে অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে, পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।