দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত থেকে শুক্রবার দুপুরে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। কৃষক মাসুদ ও এনামুল ধান কাটার সময় সীমান্ত পিলার ৩২০-এর কাছে থেকে ধরে নেয় বিএসএফ। গ্রামবাসীরা আটক করে অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে, পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।