সোমবার (১৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতি থাকলেও মাঝে মাঝে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।