রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান ও গুদাম থেকে সেনাবাহিনী প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে সামুরাই ছুরি ও চাপাতি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই দিন ধরে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ হয়। এগুলো কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের সরবরাহ করা হতো বলে ধারণা করছে সেনাবাহিনী। ব্যবসায়ীদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে।