ঢাকার দুটি টারশিয়ারি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভয়াবহ ছত্রাক সংক্রমণ শনাক্ত হয়েছে। জন্মের কয়েকদিনের মধ্যে নবজাতকসহ বেশ কয়েকজন রোগী মারা গেছেন। আইসিডিডিআর,বির গবেষণায় দেখা গেছে, ক্যান্ডিডা অরিস ও ক্যান্ডিডা ব্ল্যাঙ্কি ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। দেশে নিয়মিত ছত্রাক নজরদারি ব্যবস্থা না থাকায় এই সংক্রমণের প্রকৃত সংখ্যা অজানা। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ প্রতিরোধ এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধের যুক্তিসংগত ব্যবহার জরুরি।