রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ, শেখ হাসিনার বিচারের দাবি

news of bangla

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে কয়েকজন ব্যক্তি বিক্ষোভে অংশ নেন। তাঁরা ‘খুনি শেখ হাসিনার বিচার চাই’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা দাবি করেন, শেখ হাসিনা নিরীহ মানুষদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে আওয়ামী লীগ আগামীকাল সেখানে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে, যা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।