ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে পদত্যাগে বাধ্য না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শনিবার (১৬ নভেম্বর) শিবচরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করীম ক্ষমতাসীনদের সমালোচনা করে বলেন, বিতর্কিতদের উপদেষ্টা করে জনগণের আবেগের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবি তোলেন তিনি।