গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়ালো ৫৫৬ জনে। সর্বশেষ আক্রান্ত হয়েছেন ২৭৪ জন, যার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৭৮ জনসহ দেশের বিভিন্ন বিভাগে রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৫৬৯ জনে। মৃতদের মধ্যে ৫১.৬০% নারী এবং ৪৮.৪০% পুরুষ।