চীন ‘স্টার কম্পিউট’ প্রকল্পের আওতায় মহাকাশে ১২টি সুপারকম্পিউটার স্যাটেলাইট পাঠিয়েছে। আগামীতে ২ হাজার ৮০০টি স্যাটেলাইট নিয়ে পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা রয়েছে। এই স্যাটেলাইটগুলো নিজেরাই তথ্য প্রক্রিয়াকরণ করবে, যার ফলে ভূপৃষ্ঠে তথ্য পাঠানোর প্রয়োজন কমবে। লেজার প্রযুক্তিতে স্যাটেলাইটগুলো দ্রুত যোগাযোগ করবে এবং ৩০ টেরাবাইট তথ্য সংরক্ষণ সক্ষম। এআই মডেলসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এ নেটওয়ার্ক জরুরি সেবা ও গবেষণায় ব্যবহার হবে।