চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ ছালেক (৩৫)। গতকাল রাতে ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গণপিটুনিতে নিহত হন তাঁরা।
স্থানীয়রা জানান, মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাঁদের আটক করে পিটুনি দেয়। তবে জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেন, বিরোধ মীমাংসার জন্য তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।