হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন। আদালত সংশোধনীর ২০ ও ২১ ধারা এবং ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল করেছেন। বাকিগুলোর বৈধতা নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।