কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি আগামী শুক্রবার মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। ৫৯ বছর বয়সী কার্নি সম্প্রতি বিপুল ভোটে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন। তিনি ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে কানাডায় দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সাবেক ব্যাংক গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছেন।