বুয়েট শিক্ষার্থী নিহত: চালকসহ দুই আসামির শরীরে মাদক শনাক্ত

news of bangla

পূর্বাচলে তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। গ্রেপ্তার চালক মুবিন আল মামুন ও আরোহী মিরাজুল করিমের ডোপ টেস্টে গাঁজা ও অ্যালকোহল শনাক্ত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবার করা মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বুয়েট শিক্ষার্থীরা বিচার দাবি করে ৬ দফা ঘোষণা করেছে। এছাড়া, আহত দুই সহপাঠী ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।