সীমান্তে আলো নিভিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশে জোরপূর্বক নাগরিক ও রোহিঙ্গা ঠেলে দিচ্ছে। চলতি মে মাসেই ৫০০-র বেশি মানুষকে পুশইন করা হয়েছে বলে জানায় বিজিবি। সীমান্তের পঞ্চগড়, খাগড়াছড়ি, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গাসহ অনেকে আসছেন, তাদের অনেকেই নির্যাতনের শিকার। বিজিবি ও স্থানীয় জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পুশইন রুখে দিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল।