বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় এলে বিএনপির কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা নিশ্চিত করে অর্থনীতিকে গণতান্ত্রিকভাবে উন্নত করার কথা বলেন তিনি। আওয়ামী লীগের শাসনে অর্থনীতিতে অলিগার্কদের উত্থানের সমালোচনা করে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড, উদার বাণিজ্যনীতি, এবং দক্ষ কর্মী বাহিনী তৈরির ওপর জোর দেন।