দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকরা। আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।