রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বিজেপি নেতাদের সাক্ষাৎ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং ও কৌস্তভ বাগচী চিন্ময়ের পক্ষে লড়াইয়ে সংহতি প্রকাশ করেন। তবে তৃণমূল কংগ্রেস এ সাক্ষাৎকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেছে, বিজেপি বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফায়দা নিতে চায়। অন্যদিকে ঘোষ নিজেকে মানবাধিকার কর্মী দাবি করে বলেছেন, তার সফর চিকিৎসার উদ্দেশ্যেই ছিল।