আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি শিল্প প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও ১ হাজার ৫৬৫ জন কর্মকর্তা বেকার হয়ে পড়বেন। শ্রমিকদের ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পাওনা পরিশোধের জন্য আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।