বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভুক্তভোগী পরিবারদের নিয়ে এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান মাহিন। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম মাহিনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন।