রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি, ‘নিরপরাধ’ বন্দীদের মুক্তি, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল এবং পুনর্বাসন। পুলিশের বাধার পর কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপন করে তাঁরা সারা রাত অবস্থানের ঘোষণা দেন। আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।