বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জুলাই বিপ্লবে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে ১ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন। কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মিডিয়া জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।