বাঁশখালীতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বাঁশখালীতে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল সালেক শাহিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে থানার সামনে থেকে তাকে মোটরসাইকেলসহ আটক করা হয়। শাহীন কক্সবাজারের খুরুশকুল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।