কক্সবাজারে ত্রাণের লোভে শতাধিক বাংলাদেশি নিজেদের রোহিঙ্গা হিসেবে তালিকাভুক্ত করে এখন বিপাকে পড়েছে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে তারা রোহিঙ্গা বলে চিহ্নিত হচ্ছে, ফলে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনে আবেদন করে অনেকেই ভুল সংশোধনের চেষ্টা করছে। আর্থ-সামাজিক দুর্দশাই এ ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।