ভারতের মুম্বই, মহারাষ্ট্র এবং দিল্লিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ অভিযান শুরু হয়েছে। মুম্বই ও দিল্লি পুলিশ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে এবং তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা কলকাতার হাসপাতালে বাংলাদেশি হিন্দু রোগীদের চিকিৎসা বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। এছাড়া, কলকাতার মেলা ও চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অংশগ্রহণে সীমাবদ্ধতা দেখা গেছে।