মোদি‌র পোস্টের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল বাংলাদেশ

news of bangla

বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ৯ মাসব্যাপী যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সামরিক হাইকমান্ডের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল এমএজি ওসমানির অনুপস্থিতি নিয়ে উত্থাপিত প্রশ্ন এবং ঐতিহাসিক ভুলগুলো সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়। মোদির পোস্টে মুক্তিযুদ্ধকে এড়িয়ে একাত্তরের বিজয়কে ভারতের "ঐতিহাসিক বিজয়" হিসেবে অভিহিত করা হয়, যা বাংলাদেশের ইতিহাসের অবমূল্যায়ন বলে বিবেচিত।