ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে নির্বাচন বিলম্বিত না করার বিষয়ে সরকার জোর দিচ্ছে। ইতোমধ্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে।