সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনা সদস্যদের জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন ইউনিট প্রতিষ্ঠা ও আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে ১৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন সেনাপ্রধান।