আদানি পাওয়ারের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ভারতের কর সুবিধা বাংলাদেশকেও দেওয়ার কথা থাকলেও আদানি সেই তথ্য গোপন করেছে। বাংলাদেশ সরকারের নথি অনুযায়ী, এই কর সুবিধা হস্তান্তর না করায় ৮.১৬ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহে প্রায় ২৮.৬ মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারত দেশটি। বাংলাদেশ ২৫ বছর মেয়াদি এই চুক্তি পুনর্মূল্যায়নের পরিকল্পনা করছে।