অস্থায়ী আদালত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, বিচারকাজ স্থগিত

news of bangla

রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাসে দুর্বৃত্তরা আগুন দিলে পুরো কক্ষ ভস্মীভূত হয়ে যায়। এতে বিচারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এজলাসে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা আদালত বসানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। ২০০৯ সালের পিলখানা বিদ্রোহ মামলায় ইতোমধ্যেই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলার রায় হয়েছে, তবে বিস্ফোরক মামলার বিচার এখনও চলমান।