উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাব্বির হোসেন হত্যার মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় সাব্বিরের বাবা মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, মিছিলে গুলির ঘটনায় সাব্বির নিহত হন।