বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের আল্টিমেটাম দিয়েছেন। পদত্যাগকারীরা দাবি করেছেন, বহিরাগতদের নেতৃত্বে রাখা যাবে না এবং নতুন আহ্বায়ক আরমান হোসেনকে বাদ দিতে হবে। কেন্দ্রীয় কমিটি গত ১৬ ফেব্রুয়ারি ২৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছিল।