বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ২২ নেতার একযোগে পদত্যাগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর শাখার ২২ জন সংগঠক পদত্যাগ করেছেন দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে। রবিবার (১৮ মে) রাতে শিল্পকলা একাডেমিতে তারা একযোগে পদত্যাগ করেন। যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান জানান, প্লাটফর্মের শীর্ষ নেতারা মেলা ও জুয়ার আসর থেকে অবৈধ অর্থ নিয়েছেন। তারা বলেন, ছাত্রদের রক্তে গড়া প্লাটফর্মে দাগ লাগুক, তা চান না। তাই ছাত্র জনতার কাতারে ফিরে দাঁড়িয়েছেন তারা।