রাজধানীতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমাতে দেশে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় টেস্ট, ওষুধ কোম্পানির প্রভাব ও নার্সদের কম বেতনের সমালোচনা করে তিনি বলেন, সামান্য লাভ কমিয়ে কর্মীদের ন্যায্য বেতন দিলে সেবার মান বাড়বে। এতে রোগীরা আর ভারত-থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছুটবে না।