আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার সম্পদ অর্জন এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কসবা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থেকে ক্ষমতার অপব্যবহার, মাদক পাচার সিন্ডিকেট পরিচালনা, চাঁদাবাজি, এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।