বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল গুলিস্তান জিরোপয়েন্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার দুপুর ১২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বর্তমানে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সমবেত হওয়ার ডাক দিয়েছে, যা রবিবার গুলিস্তানের নূর হোসেন চত্বরে অনুষ্ঠিত হবে।