সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়। পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা জানান, ট্রান্সফরমারে আগুন লাগলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।