সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে বুধবার দিবাগত রাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হন, তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন একজন পুরুষ, এক নারী ও এক শিশু। আহত হয়েছেন অন্তত সাতজন। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।