অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলমের আটটি ব্যাংকের ২৩টি হিসাবে ৬২৬ কোটি টাকা জমা এবং প্রায় সমপরিমাণ উত্তোলন হয়েছে। তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও ৬.৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।