ডিবি পুলিশ চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে। ডিবি সূত্রে জানা যায়, উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন তিনি। নদভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলাগুলোর জন্য গ্রেফতার দেখানো হয়েছে এবং ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।