বাংলাদেশের ৫টি সিনেমা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে জমা

“অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশের ৫টি সিনেমা”

বাংলাদেশ থেকে ৫টি সিনেমা জমা পড়েছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের Best International Feature Film ক্যাটাগরিতে। বাংলাদেশের সিনেমা কমিটি একটিকে নির্বাচিত করে দেশকে প্রতিনিধিত্ব করবে। সিনেমাগুলো হল: সাবা, বাড়ির নাম শাহানা, নকশি কাঁথার জমিন, প্রিয় মলোটি এবং ময়না। চূড়ান্ত ফিল্মটি ২৬ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।