বাংলাদেশ থেকে ৫টি সিনেমা জমা পড়েছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের Best International Feature Film ক্যাটাগরিতে। বাংলাদেশের সিনেমা কমিটি একটিকে নির্বাচিত করে দেশকে প্রতিনিধিত্ব করবে। সিনেমাগুলো হল: সাবা, বাড়ির নাম শাহানা, নকশি কাঁথার জমিন, প্রিয় মলোটি এবং ময়না। চূড়ান্ত ফিল্মটি ২৬ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।