ময়মনসিংহ এখন দেশের মাছ উৎপাদনের শীর্ষ জেলা। প্রায় ১ লাখ ২০ হাজার মৎস্যচাষি ও তিন লাখের বেশি খামারের মাধ্যমে জেলার অবদান জাতীয় উৎপাদনের ১২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে মাছ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার টনে, বাজারমূল্যে প্রায় ১২,৫৬০ কোটি টাকা। তবে উচ্চমূল্যের খাদ্য, বিদ্যুৎ, ঋণ, রোগবালাই ও সংরক্ষণ সংকটে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।