ঢাকায় আজ সাত দলের বিক্ষোভ মিছিল

ঢাকায় জামায়াতসহ সাত দলের বিক্ষোভ মিছিলের ছবি

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ করবে দলগুলো। কর্মসূচি ঘিরে রাজধানীতে যানজটের আশঙ্কা রয়েছে।