আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বিপিএসসির তত্ত্বাবধানে দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র থাকবে চার সেটে, ভুল উত্তরে কাটা যাবে ০.৫ নম্বর। মোবাইল, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস হলে সম্পূর্ণ নিষিদ্ধ।