বঙ্গোপসাগরে অবস্থান করে ক্রমাগত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় আমফান। ঘুর্ণিঝড়ের প্রভাবে এখন বঙ্গোপসাগর উত্তাল। আবহাওয়াবিদরা ধারণা করছেন, যে মাত্রায় এই ঘুর্ণিঝড় ক্রমাগত শক্তিশালী হচ্ছে, এই মাত্রায় শক্তিশালী হতে থাকলে তা সিডর এর মতোই প্রলয়ংকরী রূপ ধারণ করতে পারে।
দেশের উপকূলীয় জেলা- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং নিকটবর্তী দ্বীপগুলোকে ৭ নম্বর বিপৎসঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই মাত্রার সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে। এর আগে, এসব উপকূলে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখানোর জন্য বলা হয়েছিল।
এদিকে, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্দরগুলোকে ৬ নম্বর সঙ্কেত দেখানোর নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, সোমবার (১৮ মে) বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ১,০৭৫ কিলোমিটার; কক্সবাজার থেকে ১,০১৫ কিলোমিটার; মংলা থেকে ৯৮০ কিলোমিটার এবং পায়রা থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থান করছিল আম্ফান।
সময়ের সাথে এটির গতিবেগ বেড়ে ঘণ্টায় ২১০ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।