

করোনার প্রায় অর্ধেক সংক্রমন রাজধানী ধাকায় হলেও এখনো বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ছে সারাদেশে। যারা নতুন করে আক্রান্ত হচ্ছে অন্য জেলাগুলোতে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে তারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে গেছে।
ইতিমধ্যেই দেশের ছয় বিভাগের সবগুলোতে ছড়িয়েছে করোনা। আক্রান্ত জেলার সংখ্যা ৩৪। নারায়ণগঞ্জ কে আইইডিসিয়ার ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে।
আইইডিসিআর এর হিসাব অনুযায়ী এই তালিকা নিচে দেয়া হলোঃ
ঢাকা বিভাগঃ ৫২৯ জন
- ঢাকা সিটিঃ ৩১৩ জন
- ঢাকা জেলাঃ ২২ জন
- নারায়ণগঞ্জঃ ১০৭ জন
- গাজীপুরঃ ২৩ জন
- মাদারীপুরঃ ১৯ জন
- মুন্সীগঞ্জঃ ১৪ জন
- কিশোরগঞ্জঃ ১০ জন
- রাজবাড়ীঃ ৬ জন
- মানিকগঞ্জঃ ৫ জন
- নরসিংদীঃ ৪ জন
- টাঙ্গাইলঃ ২ জন
- গোপালগঞ্জঃ ৩ জন
- শরীয়তপুরঃ ১ জন
চট্টগ্রাম বিভাগঃ ৩৫ জন
- চট্টগ্রামঃ ১২ জন
- কুমিল্লাঃ ৯ জন
- ব্রাম্মনবাড়িয়াঃ ৬ জন
- চাঁদপুরঃ ৬ জন
- লক্ষীপুরঃ ১ জন
- কক্সবাজারঃ ১ জন
সিলেট বিভাগঃ ৩ জন
- মৌলভীবাজারঃ ১ জন
- হবিগঞ্জঃ ১জন
- সিলেটঃ ১ জন
রংপুর বিভাগঃ ১৫ জন
- রংপুরঃ ২ জন
- গাইবান্ধাঃ ৬ জন
- নীলফামারীঃ ৩ জন
- ঠাকুরগাঁওঃ ৩ জন
- লালমনিরহাটঃ ১ জন
খুলনা বিভাগঃ ১ জন
- চুয়াডাঙ্গাঃ ১ জন
ময়মনসিংহ বিভাগঃ ১৪ জন
- জামালপুরঃ ৬ জন
- ময়মনসিংহঃ ৫ জন
- নেত্রকোনাঃ ১ জন
- শেরপুরঃ ২ জন
বরিশাল বিভাগঃ ৭ জন
- বরগুনাঃ ৩ জন
- ঝালবাঠিঃ ৩ জন
- পটুয়াখালীঃ ১ জন