নারায়ণগঞ্জে ঘটে গেলো অভূতপূর্ব ঘটনা। করোনায় আক্রান্ত হয়ে যখন মারা যায়, দাহ করার জন্যে হিন্দু কাউকে পাওয়া যায় না। এমন অবস্থায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাক্সুদুল আলম খন্দকার খোরশেদ।
তিনি আজ(২২ এপ্রিল) বিকালে তার নিজস্ব ফেসবুক একাউন্টে পোস্ট করেন,আলহামদুলিল্লাহ।আজ ২২ এপ্রিল। আমাদের ২১ তম সৎকার। গলাচিপা নিবাসী গায়ত্রী দেবী বৈশাখী (৪৮) আজ মুগদা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে আমরা নারায়নগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে দাহ করেছি।
এ নিয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, “দেশে যখন করোনা মহামারী শুরু হয়, তখন মিডিয়ার মাধ্যমে শুনলাম করোনায় আক্রান্ত রোগীদের দাফন করার জন্যে লোক পাওয়া যাচ্ছে না। এবং এমন অবস্থায় আত্মীয় স্বজনরাও কাছে আসে না, প্রতিবেশীরাও কাছে আসে না। এমন সময় আমই সিদ্ধান্ত নেই আমি এসব কাজ করার। গত ৩০ মার্চ আমি জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র এর কাছে এমন কাজ করার জন্যে অনুমতি চাই। তারা আমাকে অনুমতি দেন। এবং এই দায়িত্ব পাওয়ার পর ৮ এপ্রিল থেকে আমি কাজ শুরু করি। এবং আজ পর্যন্ত আমরা ২১ জনকে সমাহিত করলাম। আমি চাই আপনারাও আপনার এলাকায় সতর্কতার সাথে করোনা আক্রান্ত রোগীদের দাফন করবেন। পিছিয়ে পড়ার কোন কারন নেই।”

